Terms & Conditions
Terms & Conditions (শর্তাবলি
১. সাধারণ শর্তাবলি:
এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সব নিয়ম ও শর্তাবলির সাথে একমত হয়েছেন বলে গণ্য হবে। আমরা যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন করার অধিকার রাখি।
২. পণ্য ও মূল্য:
আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য ও বিবরণ সময় সময় পরিবর্তিত হতে পারে। কোনো ভুল তথ্য বা টাইপো থাকলে আমরা তা সংশোধনের অধিকার রাখি।
৩. অর্ডার গ্রহণ:
আপনার অর্ডার নিশ্চিত হওয়ার পর একটি কনফার্মেশন মেসেজ বা কল দেওয়া হবে। কোনো কারণে স্টকে না থাকলে অর্ডার বাতিলের অধিকার আমাদের রয়েছে।
৪. পেমেন্ট নীতি:
পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা যাবে। সম্পূর্ণ অর্থ প্রদানের পরই ডেলিভারি সম্পন্ন হবে।
৫. ডেলিভারি সময়:
অর্ডার কনফার্মেশনের পর সাধারণত ২-৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হয়। দূরবর্তী এলাকায় ডেলিভারি সময় বেশি লাগতে পারে।
৬. রিটার্ন ও রিফান্ড:
পণ্য ত্রুটিপূর্ণ হলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে। যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৭. গোপনীয়তা:
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে নিরাপদ থাকবে। আমরা কোনো তৃতীয় পক্ষের কাছে তথ্য বিক্রি বা শেয়ার করি না।
৮. মেধাস্বত্ব:
ওয়েবসাইটের সকল কনটেন্ট (ছবি, টেক্সট, ডিজাইন, লোগো ইত্যাদি) “খিদমাতুন নাস” এর মালিকানাধীন। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে না।
৯. যোগাযোগ:
যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য যোগাযোগ করুন —
📞 WhatsApp: 01346758741
📧 Email: khidmatunnaasshop@gmail.com
                    
                            Organic Food
                        
                            Gadget product
                        
                            Clothing product